কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: হাসপাতাল থেকে জেলে ফিরলে এখন কোয়ারেন্টাইনেই। রাজ্যের কারাদপ্তর করোনা সংক্রমণ রুখতে এই পন্থায় নিয়েছে। রাজ্যের কারাদপ্তর সূত্রে জানা গিয়েছে, বাইরে থেকে নতুন কোনও বন্দি এলে বা কোনও কারণে জেলের বাইরের কোনও হাসপাতালে চিকিৎসার জন্য গেলেও ফিরে এসে থাকতে হবে ১৪ দিনের কোয়ারেন্টাইনে।
উল্লেখ্য, বন্দিদের মধ্যে করোনা সংক্রমণ ঠেকাতে সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক প্রাথমিক পর্যায়ের সাজাপ্রাপ্ত এবং বিচারাধীন মিলিয়ে রাজ্যের প্রায় ৩ হাজার বন্দিকে ৩ মাসের জন্য মুক্তি দেওয়া হয়েছে। দ্বিতীয় পর্যায়েও মুক্তির প্রক্রিয়া চলছে বলে জানা গিয়েছে। করোনা সংক্রমণ যাতে না ছড়ায় তা নিশ্চিত করতে একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর বা এসওপি তৈরি করেছে কারাদপ্তর। সেখানে হলে বলা হয়েছে, বাইরে থেকে নতুন কোনও বন্দি এলে বা কোনও বন্দিকে অন্য কোথাও চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হলে, ফেরার পর ১৪ দিনের কোয়ারেন্টাইনে পাঠানো হবে।