কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন ব্লকে শুরু হয়েছে ১০০ দিনের কাজ। লকডাউন পরিস্থিতির ঠিক ২৭ দিনের মাথায় মুখ্যমন্ত্রীর নির্দেশে গ্রামীণ শ্রমজীবীদের সুবিধার্থে শুরু হল এই প্রকল্পের কাজ। স্থানীয় সূত্রে খবর, শ্রমিকদের প্রয়োজনীয় দূরত্ব বজায় রাখা এবং নাক-মুখ ঢাকা মাস্ক পড়ে কাজ করার নির্দেশও দেওয়া হয়েছে। জেলার ৫টি মহকুমায় প্রায় ২৩ হাজার পুরুষ ও মহিলা শ্রমিক কাজে অংশ নিয়েছেন বলে জানা যায়।
পঞ্চায়েতের মাধ্যমে এই কাজ শুরু হওয়ায় সঙ্কটে পড়া গরিব পরিবারগুলি কিছুটা স্বস্তিতে। সূত্রের আরও খবর, বিধি-নিষেধ মেনে এবং ছোট ছোট দলে ভাগ করে এই কাজ চলেছে। প্রত্যেক দলে শ্রমিকের সংখ্যা প্রায় ২০ জন। ছোট পুকুর কাটা, জলাশয় সংস্কার, খাল পরিষ্কার ও নিকাশি নালা সহ বিভিন্ন কাজ করানোর প্রক্রিয়া শুরু হয়েছে। আবার এই কাজের পাশাপাশি বিভিন্ন সরকারি প্রকল্পের মাধ্যমে বাড়ির পাশের জমিতে ছাড়া গাছ তৈরি, মুরগি পালন, ছাগল পালন সহ বাড়িতে বসে বিভিন্ন হাতের কাজও করতে পারছেন জেলার গৃহবন্দিরা। ঘরে বসে উপার্জন করার সুযোগ দিতে “ইন্ডিভিজুয়াল বেনিফিট স্কিম”-এর মাধ্যমে অনেক মানুষকে কাজ দেওয়ার চেষ্টা হয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলায়।