durgapur small industriesMiscellaneous 

উৎপাদন শুরুর প্রস্তুতি নিচ্ছে দুর্গাপুরের কয়েকটি সংস্থা

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: করোনা আতঙ্কের আবহে স্তব্ধ উৎপাদন। বহু শ্রমিকের হাতে কাজ নেই। এই পরিবেশে দুর্গাপুরে কিছুটা হলেও আশার আলো। সূত্রের খবর, সেখানকার বেশ কয়েকটি ক্ষুদ্র শিল্পসংস্থা উৎপাদন শুরুর অনুমতি চেয়ে জেলা প্রশাসনের দ্বারস্থ। এমনকী প্রশাসনের ছাড়পত্র পাওয়া যাবে বলেও আশাবাদী।

উল্লেখ্য, ২০ এপ্রিল থেকে পঞ্চায়েত এলাকায় ক্ষুদ্রশিল্প খোলার ব্যাপারে ছাড় দিয়েছে কেন্দ্রীয় সরকার। ওই অনুমতির ওপর নির্ভর করে কিছু ক্ষুদ্র শিল্পসংস্থা তদ্বির শুরু করেছে। সূত্রের আরও খবর, দুর্গাপুরের কাঁকসা, পাণ্ডবেশ্বর ও লাউদোহা সহ পঞ্চায়েত এলাকাগুলোয় একাধিক ক্ষুদ্র শিল্পসংস্থা রয়েছে। কেন্দ্রীয় সরকারের নির্দেশ পাওয়া বা ছাড়ের কথা ঘোষণার পর কারখানা খোলার ব্যাপারে জেলাশাসকের দপ্তরে আবেদন করেছে কয়েকটি সংস্থা। উৎপাদন শুরুর প্রস্তুতি নিচ্ছে কয়েকটি সংস্থা। এরফলে কিছু শ্রমিক কাজ পাবেন বলে আশা করা যাচ্ছে।

Related posts

Leave a Comment