কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: ২০২০ সালের প্রথম ৩-৪ মাসে স্বাস্থ্য রক্ষার চিন্তাতেই নাকাল সাধারণ মানুষ থেকে রাষ্ট্র প্রধানরা। আবার ১৪২৭ বঙ্গাব্দে পৌঁছে গেল বাংলা ও বাঙালি। তবে বছরের প্রথম বৈশাখ মাসটিতে স্বাস্থ্য এবং অর্থনৈতিক ক্ষেত্রে সন্তোষজনক আশা দেখছে না পঞ্জিকা ও জ্যোতিষীরা। এক্ষেত্রে তাঁদের মতামত, প্রাণঘাতী সংক্রমণ থেকে মুক্তি পেতে এমাস অতিক্রম করবে। অর্থনৈতিক অবস্থার উন্নতি কাটাতে কেটে যাবে গোটা বছরই।
লকডাউন পরিস্থিতির কারণে পঞ্জিকা পৌঁছনোর কোনও ব্যবস্থা ঠিকমতো করতে পারেনি প্রকাশকরা। এই পরিস্থিতিতে পঞ্জিকার তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে অনেকেই আবার সোশ্যাল মিডিয়ার দ্বারস্থ হয়েছেন। গুপ্ত প্রেস ও বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকার প্রকাশকদের পক্ষ থেকে জানানো হয়েছে, দপ্তরে যোগাযোগ করতে পারেন। ইমেল আইডি ও হোয়াটসঅ্যাপ নম্বর নেওয়া হবে। এই মাধ্যমেই বৈশাখ মাসের তথ্য সাধারণ মানুষ জানতে পারবেন।

গুপ্ত প্রেস পঞ্জিকার পক্ষ থেকে জানানো হয়েছে, রাশি, নক্ষত্র অনুযায়ী বিচার-বিশ্লেষণ করা হয়েছে। ওই বিশ্লেষণে দেখা গিয়েছে, ইংরেজি মাস ধরলে ২৯ জুনের পর পরিস্থিতি সুরাহার দিকে যাবে। আবার ১৪২৭ বঙ্গাব্দে পশ্চিমবঙ্গ ও ভারতের অর্থনৈতিক অবস্থা খুব একটা ভাল হবে না। এক্ষেত্রে আরও বলা হয়েছে, পশ্চিমবঙ্গ ও ভারতে অর্থনৈতিক জটিলতা বাড়বে। পাশাপাশি অর্থনৈতিক ধাক্কা সামলাতে গোটা বছর লেগে যাবে। মে মাস পর্যন্ত করোনার প্রকোপ থাকবে বলেও গণক ও জ্যোতিষীদের মতামত।
অন্য একটি পঞ্জিকার তথ্য অনুযায়ী জানা গিয়েছে, ভারতের রাশি মকর। পশ্চিমবঙ্গের রাশি হল মেশ। তাই রাজ্য তথা দেশের পক্ষে এই পরিস্থিতিতে খুব একটা ভাল কিছু আশা করা যাচ্ছে না। অন্যদিকে, গোটা বিশ্বে বিশেষ করে এশিয়া সহ আমেরিকা, ফ্রান্স, ব্রিটেন, ইতালি ও অস্ট্রেলিয়ার মতো দেশগুলোর পক্ষে অশুভ ইঙ্গিত। ব্যাপক জীবনহানির আশঙ্কা করা হচ্ছে।