কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: রাজ্য সরকারের তথ্য অনুযায়ী জানা গিয়েছে, এবার প্রায় ৬ লক্ষ টন পেঁয়াজের ফলন হয়েছে পশ্চিমবঙ্গে। বাংলায় পেঁয়াজের ফলন বৃদ্ধি হওয়ায় খুচরো বাজারে ২০-২৫ টাকা কেজি দরে তা মিলছে। হটস্পট চিহ্নিত মহারাষ্ট্রের নাসিক থেকে পেঁয়াজ সরবরাহ কার্যত বন্ধই। মহারাষ্ট্রের যোগান না এলেও আগামী জুলাই-আগাস্ট মাস পর্যন্ত কোনও সমস্যা হবে না বলে সরকারিভাবে জানানো হয়েছে।
অন্যদিকে, রাজ্য সরকারের নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী সংক্রান্ত টাস্ক ফোর্সের সদস্য ও সবজি ভেন্ডার অ্যাসোসিয়েশনের সভাপতি কমল দে জানালেন, গ্রামের বিভিন্ন হাট থেকে পাওয়া খবর অনুযায়ী জানা গিয়েছে, চাষীরা এখন কেজিতে ৭-৮ টাকা দাম পাচ্ছেন। গতবছর এই সময় ৩-৪ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করতে বাধ্য হয়েছিলেন রাজ্যের চাষীরা।

উল্লেখ্য, সরকারি উৎসাহ ও সাহায্যে পশ্চিমবঙ্গে পেঁয়াজের ফলন অনেকটা বেড়েছে। এরফলে মহারাষ্ট্রের ওপর নির্ভরশীলতাও কমে আসছে।