কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: লকডাউন পর্ব ওঠার পর পরিস্থিতিতে বিবেচনা করে সিবিএসই দ্বাদশ শ্রেণির বাকি বোর্ড পরীক্ষা নেওয়া হবে বলে আবারও স্পষ্ট করে দিয়েছে মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক। জানা গিয়েছে, উত্তর-পূর্ব দিল্লি বাদে দেশের অন্যত্র দশম শ্রেণির প্রায় সব পরীক্ষা হয়ে গিয়েছিল গৃহবন্দি দশার পূর্বেই। সেক্ষেত্রে দশমের বাকি পরীক্ষা শুধু উত্তর-পূর্ব দিল্লিতেই হবে। আবার দেশের বাকি অংশে যা বাকি রয়েছে তা সেরে ফেলা হবে স্কুলের ইন্টারনাল পরীক্ষার মাধ্যমে।
জানা যায়, দশম ও দ্বাদশে মূল ২৯টি বিষয়ের পরীক্ষার ব্যাপারে বোর্ডের অবস্থানের কোনও পরিবর্তন হয়নি। অন্যদিকে, ১০ জুনের পর স্কুল খুললে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করে উচ্চমাধ্যমিকের বাকি পরীক্ষার সূচিও ঠিক করা হবে বলে জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। শিক্ষামন্ত্রী এবিষয়ে জানিয়েছেন, মাধ্যমিকের খাতা দেখা শেষ। লকডাউন উঠে গেলেই বাকি কাজ দ্রুত করে যত দ্রুত সম্ভব ফল ঘোষণা করা হবে। কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবর্ষ ও সেমিস্টার পরীক্ষা পদ্ধতি সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করবে বিশ্ববিদ্যালয়।
আইসিএসই বোর্ডের সচিব জেরি অ্যারাথুন জানিয়েছেন, আমাদের দশম ও দ্বাদশের বাকি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত হয়নি।