কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: পর্যটনকে চাঙ্গা করতে উদ্যোগী হল কেন্দ্রীয় সরকার। করোনা সংক্রমণের জেরে পর্যটন শিল্পে করুণ দশা। করোনার প্রভাব কাটলেও ভবিষ্যতে পর্যটনশিল্প কবে ছন্দে ফিরবে তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। সূত্রের খবর, ব্যবসায় বিদেশি বিনিয়োগ বাড়ানোর সুযোগ খুঁজছে বহু সংস্থা। উল্লেখ্য, মিটিং, ইনসেন্টিভ, কনফারেন্স ও এগজিবিশনকে কাজে লাগানোর চেষ্টা চলছে। বিভিন্ন ব্যবসা বা শিল্পসংস্থার নানা উদ্যোগকে কেন্দ্র করে যে পর্যটন শিল্প গড়ে ওঠে তা হল ই-মাইস।
অন্যদিকে, কর্মসংস্থানের দিকে লক্ষ্য রেখে ‘মাইস’-কে কাজে লাগাতে উদ্যোগী কেন্দ্রীয় পর্যটন মন্ত্রক। এক্ষেত্রে একটি ইনসেন্টিভ স্কিম চালু করা হয়েছে বলে জানা যায়। যার নাম– চ্যাম্পিয়ন সেক্টর ইন সার্ভিসেস স্কিম। এবিষয়ে জানা গিয়েছে, হোটেল ভাড়ার ওপর ১৮ শতাংশ পর্যন্ত জিএসটি-তে ৫০% টাকা ফেরত পাবে পর্যটন সংস্থা। এক্ষেত্রে যে শর্ত আরোপ করা হয়েছে তাতে জানা গিয়েছে, প্রায় ৫০০ ব্যক্তিকে নিয়ে কনফারেন্স করতে হবে। যারমধ্যে ২০% বিদেশি অভ্যাগতরা থাকবেন।