কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: বাংলা নববর্ষে নতুন বই প্রকাশ হয়নি। লকডাউন পর্বে ১লা বৈশাখ কেটেছে একাকী লেখক ও প্রকাশকদের। কলেজ স্ট্রিটের বইপাড়া বন্ধ। সুনশান এলাকা। সূত্রের খবর, কলেজ স্ট্রিট পুজোর আগে নতুন বই প্রকাশ করা সম্ভব হবে কিনা তা নিয়ে দুশ্চিন্তায় প্রকাশকরা।
পাশাপাশি দুশ্চিন্তা বেড়েছে লেখকদেরও। করোনার আবহে নববর্ষের বইপাড়া ছিল কার্যত অন্ধকার। প্রকাশনার সংস্থা কার্যালয়, বইয়ের দোকান লকডাউনে এখনও বন্ধ। নববর্ষের বই উৎসবে লেখক, প্রকাশক, পাঠক সামিল হলে পারেননি। নতুন বই প্রকাশের সংখ্যাটা বেশি থাকে বাংলা নববর্ষেই।
নববর্ষে নতুন বই প্রকাশের আলো দেখেনি। এখন অপেক্ষা করে থাকা পুজোর জন্য। মহালয়ার পূর্বে সাহিত্য, উপন্যাস, ভ্রমণকাহিনী, গল্পের বই অনেক সংখ্যায় প্রকাশিত হয়। যার প্রস্তুতি শুরু হয় বাংলা নববর্ষের পরই। এবার পরিস্থিতি ঠিক কেমন দাঁড়াবে তা নিয়ে উদ্বেগে প্রকাশক, লেখক সহ এই পেশার সাথে যুক্ত ব্যক্তিরা।