কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: করোনা পরিস্থিতিতে আটকে গেল স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের বদলির প্রক্রিয়া। ট্রান্সফার অন স্পেশ্যাল গ্রাউন্ডে শিক্ষকদের বদলির সম্মতি পাওয়া গেলেও তা বাস্তবায়িত হয়নি। স্কুল দপ্তর সূত্রে খবর, প্রায় ৬০০-৭০০ শিক্ষক তাঁদের নতুন স্কুলে যোগ দিতে পারেননি। এক্ষেত্রে বলা হয়েছে, বদলির শুনানি হওয়ার পর স্কুল সার্ভিস কমিশনে (এসএসসি)-র সুপারিশ পাওয়া গেলেও সময়ে জেলা বিদ্যালয় পরিদর্শকদের থেকে শূন্যপদের তালিকা আসেনি। আবার কিছু ক্ষেত্রে তা এসে গেলে ও এসএসসি-র সম্মতি মিললেও মধ্য শিক্ষা পর্ষদের নিয়োগপত্র পাওয়া যায়নি। আবার কোথাও কোথাও পর্ষদের নিয়োগপত্র নিয়ে স্কুলে যোগ দেওয়ার পূর্বেই করোনা সুরক্ষায় রাজ্য সরকার ছুটি ঘোষণা করে। এই পরিস্থিতিতে শিক্ষক-শিক্ষিকা বদলি আপাতত আটকে।