কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: বাংলা শিক্ষা পোর্টালের জন্য অডিও বা ভিডিও তৈরি করে পাঠাতে পারেন। স্কুল শিক্ষা দপ্তর সেগুলির মান বিচার বিবেচনা করে পোর্টালে আপলোড করবে। স্কুল শিক্ষকদের এক ভিডিও বার্তায় এমনটাই জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এবিষয়ে শিক্ষামন্ত্রী জানালেন, ইতিমধ্যেই পোর্টালটি জনপ্রিয় হয়েছে। ১ কোটিরও বেশি মানুষ দেখেছেন। এটিকে আরও উপযোগী করে তুলতে ভিডিও আপলোড এবং সেই সংক্রান্ত সুনির্দিষ্ট গাইডলাইন আনার কথা ভাবছে দপ্তর। এই প্রক্রিয়ায় প্রয়োজন মতো ক্লাস ঝালিয়ে নিতে সুবিধা হবে বলে মনে করছে শিক্ষা দপ্তর।