Home Miscellaneous ১৭ জুন থেকে ফের কলকাতা হাইকোর্টের কাজকর্ম চলবে

১৭ জুন থেকে ফের কলকাতা হাইকোর্টের কাজকর্ম চলবে

28
0
Calcutta-High-Court
Calcutta-High-Court

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: কলকাতা হাইকোর্টের স্বাভাবিক কাজকর্ম ১৭ জুন থেকে শুরু হবে। প্রধান বিচারপতি টিবিএন রাধাকৃষ্ণাণ এক নির্দেশ দিয়েছেন। সূত্রের খবর, ১৭ জুন থেকে চালু হওয়া শুনানিতে ভিডিও কনফারেন্স ও সশরীরে হাজির ব্যবস্থা থাকলেও ভিডিও মাধ্যমের ওপর জোর দেওয়া হবে বলে জানা যায়। নতুন বিজ্ঞপ্তিতে হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল রাই চট্টোপাধ্যায় জানান, ১৭ জুন থেকে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ছাড়াও ৩টি ডিভিশন বেঞ্চ ও ২টি সিঙ্গেল বেঞ্চ কাজ করবে।

বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত এবং দুপুর ২টো থেকে ৪টে পর্যন্ত আদালতের কাজকর্ম চলবে। হাইকোর্ট প্রশাসন সূত্রে জানানো হয়েছে, সব আইনজীবী ভিডিও কনফারেন্সের সুবিধা পাবেন না। তাই নিয়ন্ত্রিত ও জরুরিভিত্তিক মামলা সশরীরে শুনানির ব্যবস্থা আদালতের নেই। অন্যদিকে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের জন্য অনলাইন ব্যবস্থার জামিনের মামলা দায়ের করা যাবে। ওই বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, হাইকোর্টের মেন বিল্ডিংয়ে মামলার শুনানি হবে। বিচারপ্রার্থীদের ভিড় করতে নিষেধ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here