কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: পাহাড়ে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কায় দার্জিলিংয়ের বাণিজ্যিক কেন্দ্রগুলি বন্ধ রাখার ডাক দেয় সেখানকার ব্যবসায়ীরা। এরপর প্রশাসনের কর্তাব্যক্তিদের সঙ্গে ব্যবসায়ীদের বৈঠক হওয়ার পর জটিলতা কাটল। সূত্রের খবর, প্রশাসন আশ্বাস দিয়েছে, বাজার, মোটরস্ট্যান্ড নিয়মিত জীবাণুমুক্ত করা হবে। ভিড় নিয়ন্ত্রণ করার ব্যবস্থাও নেওয়া হবে। পাশাপাশি দার্জিলিংয়ে প্রবেশ ও প্রস্থানের পথেও কড়া নজরদারি থাকবে। ব্যবসায়ীদের যৌথ মঞ্চ “সেভ দার্জিলিং কোভিড-১৯ প্রোটেকশন কমিটি” এই সিদ্ধান্ত মেনে নিয়েছে। সমস্ত বাণিজ্যিক প্রতিষ্ঠান সকাল ৭টা থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত খোলা থাকবে বলে ওই কমিটি জানিয়েছে।