কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক, সুজয় থাপা, পুরুলিয়া: ভোর রাতে আবারো দুর্ঘটনার কবলে পড়লো এক কয়লা বোঝাই ডাম্পার। দুর্ঘটনাটি ঘটেছে রঘুনাথপুর সাঁওতালডি 6 নাম্বার জাতীয় সড়কের ওপর। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রঘুনাথপুর থানার পুলিশ । দুর্ঘটনায় হতাহতের কোনো খবর নেই ।
স্থানীয় সূত্রে, প্রতিনিয়ত এই সড়কের ওপর দুর্ঘটনা ঘটেই থাকে। প্রায় একই জায়গায় বিগত দু’মাসে 6টি গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে বলে জানা গেছে । তাই স্থানীয়দের দাবি এই সড়কের ওপর স্ট্রিট লাইট এবং রেডিয়ামের ব্যবস্থা অতি শীঘ্রই করা উচিত প্রশাসনের।