Home Miscellaneous বই-খাতার দোকান বন্ধ থাকাতে সমস্যায় পড়ুয়ারা

বই-খাতার দোকান বন্ধ থাকাতে সমস্যায় পড়ুয়ারা

2
0
college street book stal
college street book stal

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: বই-খাতার দোকান বন্ধ। বিপাকে পড়ুয়ারা। লকডাউন পরিস্থিতিতে বন্ধ স্কুল। থমকে পড়াশুনো। টিভিতে ভার্চুয়াল ক্লাস চালু শিক্ষাদপ্তরের। অনেক স্কুলে আবার অনলাইনেও ক্লাস নেওয়া হচ্ছে। এক্ষেত্রে পড়ুয়াদের দেওয়া হচ্ছে হোমটাস্ক। রাজ্যব্যাপী পড়ুয়াদের সমস্যা বেড়েছে বই-খাতার দোকান বন্ধ থাকাতে। বই, খাতা, পেন, পেন্সিল প্রভৃতি জিনিসপত্র কিনতে না পারায় পড়ুয়াদের পড়াও ব্যাহত হচ্ছে। ছাত্রছাত্রীদের কথা ভেবে বই-খাতার দোকানকে ছাড় দেওয়ার কোথাও উঠছে বিভিন্নমহলে। সূত্রের খবর, রাজ্য সরকারের জরুরি হেল্পলাইন নম্বরে ফোন করে অনেকেই এই সমস্যার কথা জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here