কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: করোনা হাসপাতালে নিষিদ্ধ হল মোবাইল। সংক্রমণ ছড়ানোর মাধ্যম হতে পারে মোবাইল ফোন। তাই এই সিদ্ধান্ত গ্রহণ করেছে স্বাস্থ্যভবন। করোনা হাসপাতালে কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না এমনই নির্দেশ স্বাস্থ্যভবনের।
স্বাস্থ্যদপ্তর সূত্রে জানা গিয়েছে, কোভিড পরিস্থিতির মোকাবিলায় স্বাস্থ্যভবনের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে। সেখানে জেলাশাসক, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক এবং কোভিড হাসপাতালের সুপারদের এই বার্তা পোস্ট করা হয়েছে।
স্বাস্থ্যদপ্তর সূত্রে আরও বলা হয়েছে, মোবাইল ফোন থেকে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে, এই আশঙ্কায় কোভিড হাসপাতালের ভিতরে মোবাইল ফোনের ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ। চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং রোগী সকলের ক্ষেত্রে এই নিয়ম বলবৎ হচ্ছে বলে জানা গিয়েছে।