কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: শিল্পের জন্য আবেদন। লকডাউনের মধ্যে নিয়মবিধি মেনে রাজ্যে ২,২২৭টি ছোট ও মাঝারি শিল্পসংস্থা কাজকর্ম চালু করতে চেয়ে রাজ্যের মুখ্যসচিবের কাছে আবেদন জানিয়েছে বলে জানা গিয়েছে। এবিষয়ে রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা জানিয়েছেন, ৭১৩টি সংস্থাকে অনুমতি দেওয়া হয়েছে। ৪১২টি আবেদন খারিজ করে দেওয়া হয়েছে। এক্ষেত্রে কারণ হল, ওইসব সংস্থা সংক্রমণ প্রবণ এলাকায় অবস্থিত। বাকি আবেদনগুলি পরীক্ষা করে দেখা হচ্ছে।