PM & CMMiscellaneous 

আম্ফানে বাংলা পরিদর্শনে এসে ১ হাজার কোটির ঘোষণা প্রধানমন্ত্রীর

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: কপ্টারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার আম্ফান বিধ্বস্ত এলাকা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকর, কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় ও দেবশ্রী চৌধুরি। বিধ্বস্ত এলাকা পরিদর্শনের পর বসিরহাটে প্রশাসনিক বৈঠক হল। বাংলার এই কঠিন সময়ে আমরা সঙ্গে আছি বলে জানালেন প্রধানমন্ত্রী।

জাতীয় বিপর্যয়ের থেকেও বড় বিপর্যয়ে ১ হাজার কোটি টাকা এই মুহূর্তে সাহায্যস্বরূপ দেওয়ার কথাও বলেছেন। পাশাপাশি প্রধানমন্ত্রীর বক্তব্য, বাংলার সব প্রয়োজনেই রাজ্য সরকারকে সাহায্য করা হবে। আবার মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করার কথাও জানিয়েছেন তিনি। উল্লেখ্য, এখনও পর্যন্ত আম্ফানের তান্ডবে ৮০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তবে ক্ষতির খতিয়ান এখনও পর্যন্ত সম্পূর্ণভাবে জানা যায়নি।

Related posts

Leave a Comment