Home Miscellaneous আম্ফানে বাংলা পরিদর্শনে এসে ১ হাজার কোটির ঘোষণা প্রধানমন্ত্রীর

আম্ফানে বাংলা পরিদর্শনে এসে ১ হাজার কোটির ঘোষণা প্রধানমন্ত্রীর

21
0
PM & CM
PM & CM

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: কপ্টারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার আম্ফান বিধ্বস্ত এলাকা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকর, কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় ও দেবশ্রী চৌধুরি। বিধ্বস্ত এলাকা পরিদর্শনের পর বসিরহাটে প্রশাসনিক বৈঠক হল। বাংলার এই কঠিন সময়ে আমরা সঙ্গে আছি বলে জানালেন প্রধানমন্ত্রী।

জাতীয় বিপর্যয়ের থেকেও বড় বিপর্যয়ে ১ হাজার কোটি টাকা এই মুহূর্তে সাহায্যস্বরূপ দেওয়ার কথাও বলেছেন। পাশাপাশি প্রধানমন্ত্রীর বক্তব্য, বাংলার সব প্রয়োজনেই রাজ্য সরকারকে সাহায্য করা হবে। আবার মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করার কথাও জানিয়েছেন তিনি। উল্লেখ্য, এখনও পর্যন্ত আম্ফানের তান্ডবে ৮০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তবে ক্ষতির খতিয়ান এখনও পর্যন্ত সম্পূর্ণভাবে জানা যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here