কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: এ যেন ঠিক ‘মরার উপর খাঁড়ার ঘা’; একে করোনার করাল গ্রাসে যবুথবু সারা বিশ্ব, তার ওপর ঘূর্ণিঝড় আম্ফানের খর্গাঘাত। ঘূর্ণিঝড় আম্ফান একঝটকায় তছনছ করে দিয়েছে বাংলার অধিকাংশ জায়গা, এখনও পর্যন্ত বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে রয়েছে বহু এলাকা, গাছ পড়ে বন্ধ হয়ে রয়েছে বহু রাস্তা, বহু এলাকা জলমগ্ন অবস্থায় রয়েছে, বহু এলাকার বাসিন্দাদের দূর-দূরান্ত থেকে আনতে হচ্ছে পানীয় জল।
বাদ যায়নি ডাঃ বিধান চন্দ্র রায়ের তৈরি স্বপ্ননগরী বিধাননগরও (লবণহ্রদ/ সল্টলেক)। এলাকায় বিদ্যুৎ সংযোগ থাকলেও গাছ পড়ে আটকে আছে অধিকাংশ রাস্তাই। ভেঙে পড়া গাছ সরিয়ে রাস্তা পরিষ্কার করতে হিমশিম খাচ্ছে বিধাননগরের পুলিশ কর্মকর্তা, পুরসভার কর্মীবৃন্দ, ডিজাস্টার ম্যানেজমেন্টের কর্মীবৃন্দরা। কার্যত তাঁদের খাওয়া-ঘুম উড়ে গিয়েছে, বিশ্রামের কোনও অবকাশ নেই। তুলে ধরা হল বিধাননগরের কিছু রাস্তার ছবি।





