জোড়া ধাক্কায় ব্যাপক ক্ষতির মুখে কুমোরটুলির মৃৎশিল্পীরা
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: জোড়া ধাক্কায় আরও সঙ্কট বেড়েছে কুমোরটুলির। একদিকে করোনা সংক্রমণে লকডাউন। অন্যদিকে আম্ফান কবলে কুমোরটুলির মৃৎশিল্পীদের করুন দুর্দশা। সূত্রের খবর, আম্ফান দাপটে শিল্পীদের আস্তানা উড়ে গিয়েছে। কারও বা প্রতিমা গড়ার জায়গার চাল নিশ্চিহ্ন। এইসব ক্ষতি কীভাবে পূরণ হবে তা নিয়েই নাকাল মৃৎশিল্পীরা।
সংক্রমণের ভয়াবহতা ও আম্ফান তাণ্ডবে এবছর দূর্গাপুজো নিয়েই সংশয় তৈরি হয়েছে। একটানা লকডাউনে অন্য পুজো-পার্বণেও মন্দা দশা ছিল। এখনও পর্যন্ত দুর্গাপুজোর কোনও বায়না আসেনি এমনটাই জানা গিয়েছে। আবার যেসব দূর্গা প্রতিমা তৈরি হয়েছিল, আম্ফান দাপটে তার বেশিরভাগই নষ্ট হয়ে গিয়েছে।
শিল্পীদের তৈরি অবিক্রিত বাসন্তী, অন্নপূর্ণা, শীতলা সহ বহু প্রতিমা তাণ্ডবে ক্ষতিগ্রস্ত। সবমিলিয়ে ব্যাপক ক্ষতির মুখে কুমোরটুলির প্রায় ৭০০ শিল্পী। সরকারের সাহায্য ছাড়া এবছর তাঁরা ঘুরে দাঁড়াতেই পারবেন না এমনটা আন্দাজ করা যাচ্ছে।