Home Miscellaneous ওয়েস্ট ইন্ডিজে শুরু নয়া নিয়মে টি-১০ লিগ

ওয়েস্ট ইন্ডিজে শুরু নয়া নিয়মে টি-১০ লিগ

7
0
vpl
vpl

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: নতুন নিয়মে টি-১০ লিগ। ওয়েস্ট ইন্ডিজে নতুন নিয়মে ক্রিকেট শুরু হল। কিংস্টনের কাছে সেন্ট ভিনসেন্ট শহরের আর্নোস ভেল মাঠে দর্শকশূন্য গ্যালারিতে শুরু হয়েছে ৬ টিমের ভিন্সি প্রিমিয়ার টি-১০ লিগ। আইসিসি-র নিয়মবিধি মেনে বলে থুতু বা লালা ব্যবহার করা যাবে না। আবার বাউন্ডারি লাইনের পাশে বসানো হয়েছে স্যানিটাইজার স্ট্যান্ড। ক্রিকেটাররা সেখানে হাতও পরিষ্কার করে নিতে পারবেন। সামাজিক দূরত্ব মেনে চলারও নির্দেশ দেওয়া হয়েছে ক্রিকেটারদের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here