কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: দুর্গাপুজোর চেনা ছবি এখন উধাও। মহালয়ার ১০০ দিনের মতো বাকি রয়েছে। দুর্গাপুজো নিয়ে শুরু হয়নি সামান্য প্রস্তুতিও। বাঙালির সেরা উৎসবকে ঘিরে আশার দিনযাপন তবু রয়েছে। উল্লেখ্য, মহালয়া ও দুর্গাপুজোর মধ্যে এবার ১ মাসের ব্যবধান। ১৭ সেপ্টেম্বর মহালয়া হবে। প্রতি বছরই ওই দিন থেকে পুজোর প্রস্তুতি শুরু।
পিতৃপক্ষের শেষ ও দেবীপক্ষের সূচনায় অন্য অনুভূতি তৈরি হয়। প্রতি বছরই দুর্গাপুজোর তোড়জোড় শুরু হয়ে যায় এখন থেকেই। এবছর তা কার্যত বন্ধই। একদিকে করোনার আবহ, অন্যদিকে আর্থিক সঙ্কট। সবমিলিয়ে ঘোরতর অনিশ্চয়তা। কুমোরটুলি এখন শূন্যতায় ভরা। তবুও হাল ধরে রেখেছেন শিল্পীরা। মৃৎশিল্পীরা নিয়ম মেনে ঝাঁপ খুলছেন সুদিনের প্রত্যাশায়।