কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : বর্তমান পরিস্থিতি ভাল হলেই মাধ্যমিকের ফলপ্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। পার্থ চট্টোপাধ্যায় এ বিষয়ে জানিয়েছেন, রেজাল্ট বের করে কী হবে, এখন তো সবই বন্ধ। তবে আমরা তৈরি আছি। কবে ফল বের করা যাবে, তা এখনই বলা সম্ভব নয়। তাছাড়া স্কুল তো বন্ধ থাকবে, মার্কশিট পৌঁছনো যাবে কী করে, এখন তো ভর্তিও হতে পারবে না পড়ুয়ারা। স্কুল খুলে মার্কশিট দিলে সবাই এসে ভিড় করবে। সেটা মোটেই ভাল হবে না। উল্লেখ করা যায়, মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর ৩ মাসের বেশি অতিক্রান্ত। কবে ফল বেরবে, তা নিয়ে উদ্বেগে প্রায় ১০ লক্ষ পড়ুয়া ও তাদের অভিভাবকরা। পাশাপাশি মধ্যশিক্ষা পর্ষদ সূত্রের খবর, ১৫ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশের জন্য যাবতীয় প্রস্তুতি নিয়ে রাখা হচ্ছে।