কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: এবার আবহাওয়া অনুকূল। ইলিশের আশায় মোহনায় মৎস্যজীবীরা। গতবছর ছিল শুখা মরশুম। এই রুপোলি শস্য জালে সেভাবে ধরা পড়েনি। এবার বর্ষা যথাসময়ে ঢুকে পড়ায় ইলিশ মিলবে বলে আশাবাদী মৎস্যজীবীরা। সূত্রের খবর, সরকারি নির্দেশিকা মেনে ১৫ জুন থেকে শুরু হয়েছে ইলিশ ধরা। এরফলে দীঘা, কোলাঘাট, ডায়মন্ডহারবার, বকখালি ও ফ্রেজারগঞ্জ সহ সর্বত্র মাছ ধরার ট্রলার পাড়ি দিতে চলেছে মোহনায়।