Home Course জয়েন্ট ও নিট পরীক্ষার দিনক্ষণ ঘোষণার সম্ভাবনা কাল

জয়েন্ট ও নিট পরীক্ষার দিনক্ষণ ঘোষণার সম্ভাবনা কাল

21
0
romesh pokhriyal

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: নিট ও জয়েন্ট নির্ঘন্ট ঘোষণা হতে পার কাল। নতুন পাঠ্যক্রম সহ লকডাউন পরিস্থিতির মধ্যে পড়ুয়াদের মনে জমে উঠেছে হাজারও প্রশ্ন। সূত্রের খবর, মঙ্গলবার ৫ মে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক পড়ুয়াদের সঙ্গে অনলাইন আলাপচারিতায় অংশ নেবেন। দুপুর ১২টায় কেন্দ্রীয় মন্ত্রীর টুইটার ও ফেসবুকে ওই অনুষ্ঠান হবে। ওই অনুষ্ঠানেই সর্বভারতীয় জয়েন্ট ও নিট পরীক্ষার দিনক্ষণ ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে। আবার লকডাউনের মেয়াদ বেড়ে যাওয়ার কারণে আপাতত অনলাইন এবং টিভি চ্যানেল ‘স্বয়মপ্রোভা (কিশোরমঞ্চ)’-এর মাধ্যমে পড়াশুনার ওপর নজর দিচ্ছে কেন্দ্রীয় সরকার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here