পারিবারিক হিংসার ঘটনা বাড়ছে, উদ্বেগে জাতীয় মহিলা কমিশন
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: তৃতীয় দফার লকডাউন পর্ব শুরু। ঘরবন্দি জীবনে ঘরোয়া হিংসা নিয়ে বহু অভিযোগ জাতীয় মহিলা কমিশনে। সূত্রের খবর, উল্লেখযোগ্যভাবে বেড়েছে পারিবারিক হিংসার ঘটনা। গত এপ্রিল মাসে জাতীয় মহিলা কমিশনের দপ্তরে ৩১৫টি বিভিন্ন ধরনের ঘরোয়া হিংসার অভিযোগ জমা পড়ে। তার অধিকাংশই বধূ নির্যাতনের বলে জানা যায়।
এবিষয়ে জাতীয় মহিলা কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০১৯ সালের আগস্টের পর এই প্রথম এত পরিমাণে ঘরোয়া হিংসার অভিযোগ জমা পড়ল। তবে এইসব অভিযোগ অনলাইনে ও হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে এসেছে। ডাকযোগে কোনও অভিযোগ পাওয়া যায়নি। বিপুল সংখ্যক অভিযোগের পরিপ্রেক্ষিতে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা জানান, লকডাউনের জন্য নির্যাতনকারী এবং নির্যাতিতা এখন এক ঘরে রয়েছে। স্বাভাবিকভাবে বধূ নির্যাতন বা মহিলাদের ওপর অত্যাচারের সংখ্যা বাড়ছে। লকডাউনজনিত পরিস্থিতিতে এই ঘটনায় উদ্বেগে জাতীয় মহিলা কমিশন।