Home Miscellaneous রমজান মাস শুরু, বাড়িতেই নামাজ পড়ার আহ্বান

রমজান মাস শুরু, বাড়িতেই নামাজ পড়ার আহ্বান

30
0
namaz
namaz

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: আজ থেকে রমজান মাস শুরু। বাড়িতেই নামাজ পড়তে আহ্বান ইমামদের। করোনার সংক্রমণ ঠেকাতে মরিয়া রাজ্য প্রশাসন। করোনা মোকাবিলায় শহরের বিভিন্ন সংখ্যালঘু এলাকার বাসিন্দাদের বাড়িতে থেকে প্রার্থনা করার আহ্বান জানালেন মুসলিম ধর্মগুরুরা। আবার রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা জানিয়েছেন, মূলত ঘনবসতি ও ঘিঞ্জি এলাকায় সংক্রমণের হার বেশি। প্রশাসন ওইসব এলাকার বাসিন্দাদের ঘরে থাকতে বলছে। ঘরের মধ্যেও যে শারীরিক দূরত্ব থাকা দরকার, ঘনবসতির ওইসব এলাকায় তা বজায় রাখা সম্ভব নয়। এটা আমাদের কাছে বড় চ্যালেঞ্জ।

অন্যদিকে, লকডাউন পর্বেই শুরু রমজান মাস। তাই চিকিৎসক ও প্রশাসনের নির্দেশ মেনে চলার আবেদন জানালেন ইমামরা। রমজান উপলক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও শুভেচ্ছা জানিয়েছেন। আবার বেঙ্গল ইমাম অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী ২৫ এপ্রিল থেকে রমজান মাস শুরু হচ্ছে। সকলের কাছে আবেদন, বাস্তব পরিস্থিতি বুঝে বাড়িতেই থাকুন। বাইরে বেড়িয়ে বিপদ ডেকে আনবেন না। নাখোদা মসজিদের পক্ষ থেকেও বাড়িতে নামাজ পড়ার আহ্বান জানানো হয়েছে। টিপু সুলতান মসজিদের গেট বন্ধ থাকবে বলেও জানানো হয়। নামাজে কেবলমাত্র অংশ নেবেন মসজিদের ভিতরে থাকা কর্মচারীরা।

নাখোদা মসজিদ

লকডাউন পর্বে প্রশাসনের নির্দেশ মেনে চলার বার্তাও দেওয়া হয়েছে। অন্যদিকে, রোজায় পাশে দাঁড়ালো রামকৃষ্ণ মঠ ও মিশন। সূত্রের খবর, বাগবাজার মায়ের বাড়ির পক্ষ থেকে ২ হাজার পরিবারকে ইফতারের উপকরণ দেওয়া হয়েছে। আবার রোজার মাসে ফের সাহায্যের আশ্বাস দিয়েছেন মঠ ও মিশনের সন্ন্যাসীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here