কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: মাছ চাষে বাধার অভিযোগ। করোনা বিপর্যস্ত পরিস্থিতি। তারমধ্যেই মাছ চাষে বাধা। সূত্রের খবর, পশ্চিমবঙ্গে নানা মাছের ডিমপোনার প্রায় ৬০ শতাংশই জোগান আসে বাঁকুড়ার ওন্দার রামসাগর থেকে। সরকারি ছাড়পত্র নিলেও করোনা সংক্রমণের আশঙ্কায় বাসিন্দাদের একাংশের বাধায় সেখানে কাজ শুরু করতে পারছেন না মৎস্যচাষিরা।
সরকারি বিধিনিষেধ মেনে কাজ শুরু করার তৎপরতা থাকলেও বিঘ্ন ঘটানো হচ্ছে বলেও অভিযোগ। এমনকী মাছচাষিরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এবিষয়ে রাজ্যের মৎস্যমন্ত্রী চন্দ্রনাথ সিংহ জানিয়েছেন, দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার প্রচেষ্টা চলছে। অন্যদিকে, বাধা দেওয়া স্থানীয় মানুষজনের আশঙ্কা, ডিমপোনা নিয়ে বাইরে থেকে গাড়ি ঢুকলে করোনা সংক্রমণ ছড়াতে পারে। পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা রয়েছে। তবে জোট এখনও কাটেনি।