Home Miscellaneous ঝড়-বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের

ঝড়-বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের

69
0
kalboisakhi
kalboisakhi

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: আবারও ঝড়-বৃষ্টির পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, দক্ষিণবঙ্গের সব জেলাতেই কালবৈশাখীর সম্ভাবনা দেখা যাচ্ছে। ঝড়ের পাশাপাশি থাকবে বৃষ্টিও। কলকাতা সহ দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতেই এই ঝড়ের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে আরও খবর, একটি নিম্নচাপ অক্ষরেখা উত্তরপ্রদেশ থেকে নাগাল্যান্ড পর্যন্ত বিস্তৃত হয়েছে। তা বিহার ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে প্রবাহিত এই নিম্নচাপ অক্ষরেখা। পশ্চিমবঙ্গে প্রচুর জলীয় বাস্প প্রবেশ করায় আবারও বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে মাঝেমধ্যেই।

তারফলে মাঝেমধ্যেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস থাকছে। এক্ষেত্রে বলা হয়েছে, আম্ফান শক্তিশালী করেছে মৌসুমি বায়ুকে। ইতিমধ্যেই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ঢুকে পড়েছে বর্ষা। মৌসুমভবন সূত্রে খবর, আরব সাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। তা ক্রমশ উত্তর দিকে এগোবে। এরপর বাঁক নিয়ে মহারাষ্ট্র ও গুজরাট উপকূলে যাওয়ার সম্ভাবনা। এরফলে পশ্চিম উপকূলে জোর বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে। মহারাষ্ট্র ও গুজরাট উপকূলে ঘন্টায় ১১০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনাও থাকছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here