mangrove 2Miscellaneous 

সুন্দরবন ম্যানগ্রোভ রক্ষণপ্রাচীরের বড় অংশ ক্ষতিগ্রস্ত

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: আম্ফানে বিধ্বস্ত ম্যানগ্রোভের ঢাল। সামুদ্রিক ঝড়-ঝঞ্ঝার হাত থেকে উপকূলীয় বঙ্গকে রক্ষা করে থাকে এই বাদাবন। আম্ফান বিপর্যয়ের পর এই রক্ষণপ্রাচীর বড় অংশে ক্ষতিগ্রস্ত। বনদপ্তর সূত্রে খবর, এই অরণ্যের ভিতর টহলদারির জন্য যে খাড়িপথ ছিল, তাও গাছ পড়ে বন্ধ হয়ে গিয়েছে। প্রাথমিকভাবে ম্যানগ্রোভ অরণ্যের প্রায় এক-তৃতীয়ংশ ক্ষতি হয়েছে বলে অনুমান করা হচ্ছে।

বনদপ্তর সূত্রে আরও জানানো হয়েছে, পরবর্তী দিনে জঙ্গলে টহলদারির জন্য নতুন খাড়িপথ চিহ্নিত করতে হবে। পরিবেশ বিশেষজ্ঞরা জানিয়েছেন, ম্যানগ্রোভের এক-তৃতীয়ংশ ক্ষতি হলে প্রাকৃতিক দুর্যোগ ঠেকানোর ক্ষেত্রে আরও বিপদ বাড়বে। পাশাপাশি বাস্তুতন্ত্রেরও ব্যাপক ক্ষতি হবে। গবেষক ও বিশেষজ্ঞদের একাংশের বক্তব্য, বাস্তুতন্ত্রের ক্ষতি অতি দ্রুত পরিমাপ করা যাবে না। সময়ের সাথে সাথে তা বোঝা যাবে।

আবার বনদপ্তরের কর্তাব্যক্তিদের বক্তব্য, সুন্দরবনের জনজীবনে আম্ফান প্রভাবে প্রভূত ক্ষয়ক্ষতি হয়েছে। এর প্রভাব খুব শীঘ্রই অরণ্যের ওপর পড়বে। সতর্ক হওয়ার প্রয়োজন রয়েছে।

Related posts

Leave a Comment