Home Miscellaneous ইতালির ফুটবল লিগ ১৩ জুন হওয়ার সম্ভাবনা

ইতালির ফুটবল লিগ ১৩ জুন হওয়ার সম্ভাবনা

26
0
serie a
serie a

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: ইতালির ফুটবল লিগ ১৩ জুন শুরু হওয়ার সম্ভাবনা। জানা গিয়েছে, সিরি-এ’র ২০টি ক্লাবের এক ভিডিও কনফারেন্স মিটিংয়ে আপাতত এই তারিখ ঠিক করা হয়েছে। তবে সরকারি অনুমতির অপেক্ষায় রয়েছে বিষয়টি। অন্যদিকে ১৮ মে ক্লাবগুলোকে প্র্যাক্টিসে নামার অনুমতি দেওয়া হবে বলে জানা যায়। এক্ষেত্রে সামাজিক দূরত্ব ও নিয়মবিধি মেনে প্র্যাক্টিস করতে হবে বলে জানানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here