Home Miscellaneous অস্ট্রেলীয়দের কঠিন মানসিকতাকে শ্রদ্ধা করেন ঝুলন

অস্ট্রেলীয়দের কঠিন মানসিকতাকে শ্রদ্ধা করেন ঝুলন

10
0
australian women cricket
australian women cricket

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: বড় কোনও টুর্নামেন্ট জিততে গেলে অস্ট্রেলীয় মানসিকতার প্রয়োজন রয়েছে বলে জানালেন ঝুলন গোস্বামী। মাঠে প্রতিপক্ষ অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের কঠিন মানসিকতাকে শ্রদ্ধা করেন ভারতীয় মহিলা এই ক্রিকেটের। এবিষয়ে ঝুলন জানিয়েছেন, আমরা শেষ ৩ বছর দুর্দান্ত ক্রিকেট খেলেছি। কিন্তু একবারও বিশ্বকাপ হাতে তুলতে পারিনি। এখানেই অস্ট্রেলিয়া এগিয়ে। কারণ ওঁরা জানে কিভাবে বড় ম্যাচ জিততে হয়। উল্লেখ্য, ভারতীয় পুরুষ ক্রিকেটের মতো মেয়েদের দলও বিশ্বকাপে কয়েকবার নকআউট পর্যায়ে উঠেছে। পুরুষ দল সব মিলিয়ে ৩ বার বিশ্বকাপ জিতলেও মেয়েদের ভান্ডার আজও শূন্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here