কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গ সহ দেশের ৪ রাজ্যে কয়েকটি শোরুম চালু করল সেনকো গোল্ড। সূত্রের খবর, গ্রিন ও অরেঞ্জ জোনে ওই শোরুমগুলি খোলা হয়েছে। পাশাপাশি বাকি এলাকায় তা ধাপে ধাপে খোলা হবে হলে সংস্থা সূত্রে জানানো হয়েছে। জানা গিয়েছে, বাগুইআটি, নাগেরবাজার, সল্টলেকে, মধ্যমগ্রাম, বারাসাত, কাঁচরাপাড়া, হাবড়া, বাঁকুড়া সহ বর্ধমানে শোরুমগুলি খোলা হয়েছে।
সেনকো গোল্ডস এন্ড ডায়মন্ডসের পক্ষ থেকে জানানো হয়েছে, আমরা রাজ্য সরকারের অনুমতি নিয়েই চার রাজ্যে শোরুম খুলেছি। শোরুমে যাতে ক্রেতা ও কর্মীরা সুরক্ষিত থাকেন, তারজন্য সবরকম পদক্ষেপ নেওয়া হয়েছে।