Home Miscellaneous উত্তরবঙ্গে তিস্তা নদীর ওপর সেতু প্রকল্পের কাজ চলছে

উত্তরবঙ্গে তিস্তা নদীর ওপর সেতু প্রকল্পের কাজ চলছে

10
0
joyee bridge
joyee bridge

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: কোচবিহারে তিস্তা নদীর ওপর মেখলিগঞ্জ থেকে হলদিবাড়ি পর্যন্ত সেতু নির্মাণের কাজ চলছে লকডাউন পরিস্থিতিতেও। সূত্রের খবর, ৪০০ কোটি টাকা ব্যয়ে কোচবিহারের প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ সেতু নির্মাণের কাজ এগিয়ে চলেছে জোরকদমে। উল্লেখ্য, উত্তরবঙ্গে মানুষের যাতায়াতের ক্ষেত্রে বিশেষ সুবিধার জন্য এই সেতু প্রকল্পের শিলান্যাস করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

স্থানীয় সূত্রে খবর, “জয়ী” নামে এই সেতু পার হয়ে মেখলিগঞ্জ ও হলদিবাড়ির মধ্যে যাতায়াতের ক্ষেত্রে সময় লাগবে মাত্র ৩০ মিনিট। সেতুর অভাবে ঘুরপথে যাতায়াতে সময় লাগে ৩ ঘন্টার কাছাকাছি। সড়কপথে প্রায় ৮৫ কিলোমিটার রাস্তা অতিক্রম করতে হয়। উত্তরবঙ্গের মানুষের স্বার্থে বর্ষা নামার আগেই কাজ যতটা সম্ভব এগিয়ে রাখা যায় সেদিকেই লক্ষ্য রাজ্যের পূর্ত দপ্তরের। তবে সবকিছু চলছে করোনার বিধিনিষেধ মেনেই। এখানে বাইরের লোকের প্রবেশ আটকানো হয়েছে বলে জানা যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here