Home Miscellaneous চলতি অর্থবর্ষে ভারতীয় অর্থনীতির মন্দার পূর্বাভাস সমীক্ষায়

চলতি অর্থবর্ষে ভারতীয় অর্থনীতির মন্দার পূর্বাভাস সমীক্ষায়

49
0
goldman sachs
goldman sachs

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: সমীক্ষায় পূর্বাভাস দেওয়া হয়েছে, ভয়ঙ্কর আর্থিক মন্দা পরিস্থিতি। চলতি অর্থবর্ষে ভারতে অর্থনীতি সঙ্কোচনের পূর্বাভাস দিল একাধিক মূল্যায়ন ও আর্থিক সংস্থা। গোল্ডম্যান স্যাক্সের রিপোর্টে আরও মন্দার ইঙ্গিত। আবার রেটিং সংস্থা ক্রিসিল সূত্রে জানানো হয়েছে, ভারতের ইতিহাসে সবথেকে ভয়ঙ্কর মন্দা সম্ভবত এবছরেই দেখা যেতে পারে।

আবার স্টেট ব্যাঙ্কের গবেষণা শাখা ইকোরাপের রিপোর্টে জানানো হয়েছে, ঝিমিয়ে থাকা অর্থনীতি লকডাউনে পা রেখেছিল মার্চের শেষে। এরফলে জানুয়ারি-মার্চে বৃদ্ধির হার নামতে পারে ১.২ শতাংশে। আর সবমিলিয়ে গত অর্থবর্ষে তা হওয়ার সম্ভাবনা ৪.২ শতাংশ। অর্থনীতির বহর শূন্যের ০.৬ শতাংশ নিচে নামবে চলতি অর্থবর্ষে। অন্যদিকে, রয়টার্সের সমীক্ষায় জানা গিয়েছে, জানুয়ারি-মার্চের বৃদ্ধির হার দাঁড়াবে ২০১২ সালের পরে সবচেয়ে খারাপ। যা ২.১ শতাংশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here