কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: নিউইয়র্কে শিরোপা পেলেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক রাজীব জোশী। সূত্রের খবর, কৃত্রিম মেধা ও বৈদ্যুতিন শিল্পের অগ্রগতি নিয়ে তাঁর উল্লেখযোগ্য কাজগুলির জন্য এই স্বীকৃতি পেলেন তিনি। এই সংক্রান্ত বিষয়ে আর জানা গিয়েছে, আমেরিকায় রাজীব জোশীর ২৫০টি আবিষ্কার পেটেন্ট পেয়েছে। বছরের সেরা আবিস্কর্তার শিরোপা অর্জন করলেন তিনি।