কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : বিপুল ক্ষতির মুখে পড়তে চলেছে পশ্চিমবঙ্গ ও অসমের চা শিল্প। করোনা পরিস্থিতির জের। লকডাউন পর্বে দ্য ইন্ডিয়ান টি অ্যাসোসিয়েশনের (আইটিএ) পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, লকডাউনের মধ্যে মার্চ-এপ্রিল-মে মাসে এই দু-রাজ্যে চা উৎপাদন ১৪ কোটি কিলোগ্রাম কম হয়েছে। গত বছরের নর্থ ইন্ডিয়ান অকশন প্রাইসের হিসেব ধরলে টাকার অঙ্কে এই ক্ষতির পরিমাণ প্রায় ২,১০০ কোটি টাকা।
সংস্থার হিসেব অনুযায়ী জানানো হয়েছে, দেশব্যাপী লকডাউন পর্বে কর্মী না পাওয়া এবং পেলেও সামাজিক দূরত্ব মেনে কাজ করতে হওয়ায় মার্চ ও এপ্রিল মাসে এই দু-রাজ্যে চা উৎপাদন ৬৫ শতাংশ করে কমেছে। মে মাসে এখনও পর্যন্ত তা ৫০ শতাংশে রয়েছে। এরফলে আগামী দিনে এই বিপুল পরিমাণ ক্ষতি সামলানো শক্ত হয়ে পড়বে। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের কাছে বিশেষ আর্থিক প্যাকেজের দাবিও জানিয়েছে আইটিএ।