Home Miscellaneous রিজার্ভ ব্যাঙ্কের সিদ্ধান্তে আইএমএফ-এর প্রশংসা

রিজার্ভ ব্যাঙ্কের সিদ্ধান্তে আইএমএফ-এর প্রশংসা

26
0
IMF-International-Monetary-Fund
IMF-International-Monetary-Fund

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: গোটা বিশ্বে করোনা ভাইরাস সংক্রমণের জেরে আর্থিক কর্মকান্ড স্তব্ধ। দেশ ও বিশ্বে প্রতিদিনই আশঙ্কার পরিসংখ্যান তুলে ধরা হচ্ছে। স্টেট ব্যাঙ্কের গবেষণা শাখার রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে, এই বিপর্যস্ত পরিস্থিতিতে ভারতীয় অর্থনীতির ক্ষতির অঙ্ক স্পর্শ করতে পারে ২১.১ লক্ষ কোটি টাকা। আবার চলতি অর্থবর্ষে বৃদ্ধির হার নেমে যেতে পারে ১.১ শতাংশে।

অন্যদিকে আন্তর্জাতিক অর্থভাণ্ডার (আইএমএফ) সূত্রে দাবি করা হয়েছে, ২০২০ সালে এশিয়া ০% বৃদ্ধির মুখ দেখতে পারে। বাকিরা থাকবে আরও পিছনের সারিতে। এক্ষেত্রে বলা হয়েছে, অন্যান্য মহাদেশের অর্থনীতি সরাসরি কমতে চলেছে। আবার করোনা বিপর্যস্ত পরিস্থিতির মোকাবিলায় ভারতের ত্রাণ প্রকল্প ও নগদের সমস্যার সুরাহায় রিজার্ভ ব্যাঙ্কের সিদ্ধান্তে প্রশংসা করল আইএমএফ।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে আইএমএফ-এর মন্ত্রী পর্যায়ের কমিটির বৈঠকে অংশ নিয়ে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন, বিশ্বের আর্থিক কাঠামো পোক্ত রাখতে আইএমএফ-কে ভূমিকা নিতে হবে। আবার আইএমএফ কর্ণধার ক্রিস্টালিনা জর্জিয়েভা জানান, দেশগুলিকে সাহায্য করতে ঋণ দেওয়ার সর্বোচ্চ ক্ষমতা ১ লক্ষ কোটি ডলার কাজে লাগাতে পারেন তাঁরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here