Home Miscellaneous সৈকতনগরী দিঘার হোটেল খুলে গেল

সৈকতনগরী দিঘার হোটেল খুলে গেল

48
0
hotel digha
hotel digha

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: সৈকতনগরী দিঘার হোটেল খুলে গেল। পর্যটকদের জন্য স্বস্তির খবর। স্বাভাবিক ছন্দে ফিরতে চলেছে দিঘা। আবার মন্দারমণির বেশিরভাগ হোটেল এর আগে খুলে দেওয়া হয়েছে। তবে সরকারি নির্দেশিকা মেনে এই সব হোটেল খোলা হচ্ছে। অন্যদিকে শঙ্করপুরের হোটেলও খোলার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। দিঘা ও শঙ্করপুরের হোটেলিয়ার্স আসোসিয়েশন একটি বৈঠকে এই সিদ্ধান্ত কার্যকর করেছে বলে খবর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here