কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: করোনা পরিস্থিতিতে উত্তরবঙ্গ কার্যত স্তব্ধ ছিল। পাহাড়ের সব হোটেল বন্ধ হয়ে যায়। পাহাড়ের সব হোটেল খুলে দেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে। পাশাপাশি কর্মীদের বকেয়া বেতনও মিটিয়ে দেওয়া হবে বলে জানা গিয়েছে। দার্জিলিং হোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সাঙ্গে শিরিং ভুটিয়া জানিয়েছেন, পাহাড়ে পর্যটন শিল্পই অর্থনীতির মূল ভিত্তি। দার্জিলিংকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা কখনই শাট ডাউনের কথা বলিনি। এ বিষয়ে তাঁর আরও বক্তব্য, কোভিড প্রোটোকল মেনেই চালু থাকবে দার্জিলিংয়ের সাড়ে তিনশোর কাছাকাছি হোটেল। কর্মীদের বকেয়াও দ্রুত মেটানো হবে বলে জানিয়েছেন তিনি।