BelurmathMiscellaneous 

সতর্কতা-বিধি মেনে সোমবার থেকে খুলে যাচ্ছে বেলুড়মঠ

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্কঃ করোনা আবহে সতর্কতা-বিধি মেনে সোমবার থেকে খুলে যাচ্ছে বেলুড়মঠ।সকল ৯টা থেকে ১১টা ও বিকেলে ৪টা থেকে ৬টা পর্যন্ত খোলা থাকবে বেলুড়মঠ।দর্শনার্থীদের সুরক্ষার জন্য থাকছে ব্যবস্থা। বেলুড়মঠের সদর দরজা থেকে থার্মাল স্ক্রিং এর পর জুতো রাখার জায়গায় জুতো রেখে স্যানিটাইজার বা সাবান দিয়ে হাত ধুয়ে ভিতরে প্রবেশ করতে দেওয়া হবে দর্শনার্থীদের।এই সময় অবশ্যই সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।১০জনের বেশি মন্দিরে প্রবেশ করতে দেওয়া হবে না। হাত জোর করে নমস্কার করে অন্য পথ দিয়ে বেরিয়ে যেতে হবে মন্দির থেকে।বসে বা শুয়ে প্রণাম করা আপাতত বন্ধ থাকবে।মন্দিরের ভিতরে বসে ধ্যান-জপ করা এখনই নয়।এই মুহূর্তে ভোগের প্রসাদ বিতরণ সম্পূর্ণ বন্ধ থাকবে।গঙ্গায় স্নান করা ও গঙ্গা তীরবর্তী অঞ্চল দিয়ে ভ্রমণ বা বিশ্রাম করাও বন্ধ থাকবে।স্বামী বিবেকানন্দের বাসগৃহও বন্ধ থাকবে।নির্দিষ্ট ঘেরাপথে অন্যান্য মন্দিরগুলি পরিদর্শন করা যাবে।

Related posts

Leave a Comment