Home Miscellaneous প্রয়াত হলেন বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী অবনীমোহন জোয়ারদার

প্রয়াত হলেন বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী অবনীমোহন জোয়ারদার

31
0
abani mohan joardar
abani mohan joardar

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: প্রয়াত হলেন বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী অবনীমোহন জোয়ারদার। তিনি কৃষ্ণনগর উত্তর কেন্দ্রের তৃণমূল বিধায়ক ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। সূত্রের খবর, কৃষ্ণনগর উত্তর কেন্দ্র থেকে ২ বার বিধায়ক নির্বাচিত হন। সল্টলেকের এইচপি ব্লকে নিজের বাড়িতে তাঁর মৃত্যু হয়। নবদ্বীপ মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানা গিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here