কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: হাইড্রোক্সিক্লোরোকুইনের ট্রায়ালে সবুজ সঙ্কেত বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র। করোনা চিকিৎসায় এই ওষুধ পরীক্ষামূলক ব্যবহারে সাময়িক রাশ টানার পর আবারও ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। উল্লেখ্য, আন্তর্জাতিক জার্নালে একাধিক গবেষণাপত্র প্রকাশিত হয়েছিল, যাতে এই ওষুধ ব্যবহারে হৃদযন্ত্রে বিরূপ প্রভাব পড়ে এমনটাই বলা হয়।
এরপর সংস্থার ‘ডেটা সেফটি বোর্ড’ একটি রিপোর্টে জানিয়েছে, করোনা মোকাবিলায় সলিডারিটি ট্রায়ালের অধীনে যে ৪টি ওষুধের পরীক্ষামূলক প্রয়োগ চলছে, তার কোনওটির সঙ্গে মৃত্যুহার বেড়ে যাওয়ার প্রত্যক্ষ সম্পর্ক নেই। ওই রিপোর্টের ভিত্তিতে এইচসিকিউয়ের যে ট্রায়ালে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা, তা তারা প্রত্যাহার করেছে বলে জানা গিয়েছে।