Home Miscellaneous আজ খুলছে তমলুকের দেবী বর্গভীমা মন্দির

আজ খুলছে তমলুকের দেবী বর্গভীমা মন্দির

88
0
borgobhima temple
borgobhima temple

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হল তমলুকের বর্গভীমা মন্দির। সূত্রের খবর, ৫১টি সতীপীঠের অন্যতম পীঠ হল তমলুকের এই দেবী বর্গভীমা মন্দির। করোনা মোকাবিলায় প্রায় ৩ মাস পূর্বেই এই মন্দির বন্ধ করে দেওয়া হয়। সম্প্রতি পূর্ব মেদিনীপুর জেলার ঐতিহ্যবাহী এই মন্দিরের দেবীর স্নানযাত্রা অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি ভক্তদের মঙ্গলকামনায় বিশেষ মহাযজ্ঞ অনুষ্ঠিত হয়। আজ থেকে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে বর্গভীমা মন্দির এমনটাই কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে। তবে দর্শনার্থীদের জন্য বিধিনিষেধ বলবৎ থাকছে।

লকডাউন খানিকটা শিথিল হওয়ায় সরকার নির্দেশ পাওয়ার পর মন্দির কমিটি আলোচনার মাধ্যমে মন্দির খোলার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। মন্দির কমিটি সূত্রে আরও জানানো হয়েছে, ভক্তরা যজ্ঞমন্দির, যজ্ঞমোহন ও মূল মাতৃমন্দিরে প্রবেশ করতে পারবেন না। নাটমন্দির থেকেই দেবীকে দর্শন ও পুজো দিতে পারবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here