mask 2Miscellaneous Trending News 

বেঁচে থাকার অবলম্বন মাস্ক এখন জীবিকাও

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: বর্তমান করোনা পরিস্থিতিতে মাস্ক এখন শুধুমাত্র বঙ্গ জীবনেই নয়,বিশ্ব জীবনের ও অঙ্গ। এই সময় জীবিকা হয়ে দাঁড়িয়েছে মাস্ক।আবার স্বাস্থ্য সম্মত মাস্ক তৈরিতে রীতিমতো গবেষণা চলছে। আবার ব্যবসায়ীরা নিত্য নতুন মাস্ক বানিয়ে বাজারে আনছেন। পাশাপাশি বিজ্ঞাপনের বহরও রয়েছে। ফুটবল ময়দানে ফুটবল না গড়ালেও ক্লাবগুলির প্রচারে তৈরি হয়ে গিয়েছে মাস্ক। এরপর মাস্ক -এ নানা সংযোজন দেখা যাবে।করোনার আবহে দেখা যাবে,পুজোতে চাই নতুন মাস্ক। তাই বেঁচে থাকার অবলম্বন মাস্ক এখন জীবিকাও। উপার্জন চলছে মাস্ক তৈরি ও বিক্রি করে।

Related posts

Leave a Comment