কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: কলকাতা শহরের যানবাহন দিনদিন বেড়ে চলেছে।তবে সেভাবে রাস্তার পরিসরের তেমন বৃদ্ধি হয়নি । সূত্রের খবর ,এই সমস্যার সমাধানের জন্য কোনও নাম করা সংস্থাকে দিয়ে সমীক্ষা করানোর জন্য রাজ্য সরকার উদ্যোগ গ্রহণ করছে । ওই রিপোর্টের ভিত্তিতে যাতে শহরকে আরও গতিময় করা যায় তারই চিন্তা- ভাবনা চলছে বলে খবর। এর জন্য গ্লোবাল টেন্ডার ডাকার প্রয়াস নিয়েছে রাজ্য।