কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: করোনাজনিত পরিস্থিতিতে বিশ্ব অর্থনীতি যে মন্দার মুখে পড়বে, সে ব্যাপারে আন্তর্জাতিক অর্থভাণ্ডার (আইএমএফ), বিশ্ব ব্যাঙ্ক সহ সমস্ত মহলই একপ্রকার নিশ্চিত। চিন, দক্ষিণ কোরিয়া, ইতালির মতো দেশে প্রাথমিকভাবে করোনার ধাক্কা লাগে। সেখানে এর জেরে কলকারখানার উৎপাদন ইতিমধ্যেই কমেছে। এবার আইএমএফ জানিয়েছে, “ভয়ানক মন্দার” মুখোমুখি হতে চলেছে বিশ্ব অর্থনীতি। এরপরে তা কোন দিকে পৌঁছবে তার অনেকটাই নির্ভর করছে দেশগুলির দক্ষতার ওপর।
আইএমএফ সূত্রে সতর্ক করে আরও বলা হয়েছে, উন্নয়নশীল দেশগুলির ওপর বিরূপ প্রভাব পড়বে সবচেয়ে বেশি। এই সংক্রান্ত বিষয়ে আইএমএফ কর্ণধার ক্রিস্টালিনা জর্জিয়েভা জানিয়েছেন, বাণিজ্য-যুদ্ধ সহ নানা কারণে বিশ্ব অর্থনীতি প্রত্যাশিত গতিতে এগিয়ে যেতে পারছিল না। করোনা সংক্রমণ আরও এলোমেলো করে দিয়েছে। এবিষয়ে তিনি আরও জানিয়েছেন, যে সমস্ত দেশের স্বাস্থ্য ব্যবস্থা দুর্বল এবং আর্থিক অবস্থাও মজবুত নয়, তাদের নীতি-নির্ধারকেরা সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়বেন।