কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: করোনা সংক্রমণের জেরে লকডাউন পরিস্থিতি। ঘরবন্দি জীবন। এইসময় ডিজিটাল লেনদেনের বিভিন্ন পদ্ধতি জানতে অনেকেই আগ্রহী। ডাকঘরের সেভিংস অ্যাকাউন্ট থেকে ডাকঘরে বিভিন্ন স্বল্প সঞ্চয় প্রকল্পের টাকা জমা দেওয়ার পদ্ধতিগুলি একনজরে তুলে ধরার চেষ্টা করা হল।
ডাকঘরের সেভিংস অ্যাকাউন্ট থেকে ডাকঘরে স্বল্প সঞ্চয় প্রকল্পের কিস্তি জমার শর্ত রয়েছে। যাঁরা এই পরিষেবার জন্য আবেদন করেছেন এবং ডাকবিভাগ তা সক্রিয় করেছে, তাঁরাই এই সুযোগ পাবেন। লেনদেনের জন্য প্রথমে https://ebanking.indiapost.gov.in ওয়েবসাইটে গিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে। সেখানে “নিউ ইউজার” অপশনে ক্লিক করে “কাস্টমার আইডি” (পাসবুকে লেখা সিআইএফ আইডি) এবং “অ্যাকাউন্ট আইডি” দিয়ে নাম রেজিস্ট্রেশন করুন এবং লেনদেনের জন্য পৃথক পাসওয়ার্ড দিন। এবার লগ-ইন করুন। লেনদেনের জন্য “সিকিউরিটি কোয়েশ্চেন” বাছাই করে তার উপযুক্ত উত্তর লিখুন। এরপর আপনার অ্যাকাউন্ট প্রস্তুত হয়ে যাবে।
এছাড়া ইন্ডিয়া পোস্ট মোবাইল ব্যাঙ্কিং অ্যাপ বা ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্কিং অ্যাপের মাধমেও এই পরিষেবা পেতে পারেন। সেক্ষেত্রে গুগল প্লে-স্টোরে গিয়ে অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিয়ে ওপরে বলা পদ্ধতিতে অ্যাকাউন্ট তৈরি ও লগ-ইন করতে হবে।
সঠিকভাবে লগ-ইন করার পর ওয়েবসাইটের ওপরে থাকা “ট্রানজাকশন” মেনুতে গিয়ে বিভিন্ন লেনদেন সংক্রান্ত পরিষেবার সুযোগ পাবেন। এক্ষেত্রে আপনার সেভিংস অ্যাকাউন্ট থেকে অন্য সেভিংস অ্যাকউন্টসে টাকা পাঠানো, রেকারিং ডিপোজিট, কোনও লোন পেমেন্ট, পিপিএফ জমা সহ অন্যান্য লেনদেন করতে পারেন। তবে ওয়েবসাইটের মাধ্যমে করলে লগ-আউট করতে ভুলবেন না।