কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: লকডাউনে বন্ধ আছে বিমান চলাচল। এরই মধ্যে বড় সিদ্ধান্ত এয়ার ইন্ডিয়ার। এয়ার ইন্ডিয়া আগামী ৪ঠা মে থেকে ঘরোয়া উড়ানের বুকিং শুরু করতে চলেছে এবং ১লা জুন থেকে শুরু হবে আন্তর্জাতিক উড়ানের বুকিং। করোনা ভাইরাসের জেরে দেশের যাবতীয় ঘরোয়া উড়ান ৩ মে পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে এয়ার ইন্ডিয়া। এছাড়া আন্তর্জাতিক উড়ান বন্ধ থাকছে আগামী ৩১ মে পর্যন্ত।

আজ ১৮ই এপ্রিল এয়ার ইন্ডিয়া তাদের নিজস্ব ওয়েবসাইটে একটি নোটিশ জারি করে জানিয়েছে, আগামী ৪ মে থেকে ঘরোয়া উড়ান এবং ১ জুন থেকে আন্তর্জাতিক উড়ানের বুকিং শুরু হবে। উল্লেখ্য, সমস্ত বাণিজ্যিক উড়ান বন্ধ করলেও তারা করোনা মোকাবিলায় বিভিন্ন ধরনের সেবামূলক কাজ করে চলেছে। একদিকে ভিন দেশে আটকে পড়া ভারতীয় নাগরিকদের যেমন দেশে ফিরিয়ে আনা হচ্ছে, অন্যদিকে তেমনই আন্তর্জাতিক বাজারে প্রতিনিয়ত পৌঁছে দেওয়া হচ্ছে কৃষিজ ও চিকিৎসা সংক্রান্ত জিনিসপত্র।