কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : দ্য জর্জ টেলিগ্রাফ ট্রেনিং ইনস্টিটিউট লকডাউন পর্বে ৪০টিরও বেশি নামী সংস্থায় চাকরির জন্য ৭০টিরও বেশি সেন্টারে অনলাইন ক্যাম্পাসিংয়ের ব্যবস্থা করেছে। সূত্রের খবর, একাধিক গাড়ি প্রস্তুতকারী সংস্থা ও ইলেকট্রনিক সামগ্রী বিক্রি করে, এমন কোম্পানি অনলাইন ক্যাম্পাসিংয়ে অংশগ্রহণ করেছিল। পড়ুয়াদের সঙ্গে অনলাইনে কথা বলার পর তাঁদের মধ্যে থেকে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হয়েছে বলে জানা যায়। নির্বাচিত পড়ুয়ারা চতুর্থ সেমেস্টার শেষ হলে বিভিন্ন কোম্পানিতে যোগ দেবেন। ইনস্টিটিউটের পক্ষ থেকে জানানো হয়েছে, এই চাকরি হারানোর সময়েও, যাঁরা কারিগরি শিক্ষায় শিক্ষিত, তাঁদের চাকরির বাজার এখনও খোলা।