কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : ফোনে করোনা সচেতনতা, রাতারাতি তারকা হয়ে গেলেন জসলিন ভাল্লা। ফোন করলেই এই বার্তা– করোনা পরিস্থিতিতে বা কোভিড-১৯-এর বিরুদ্ধে এখন পুরো দেশ লড়ছে। মনে রাখবেন, আমাদের রোগের সঙ্গে লড়তে হবে, রোগীর সঙ্গে নয়…। ভেসে আসে এক মহিলা কণ্ঠ। ফোন করতে গিয়ে বারবার ওই কথা শুনতে শুনতে অনেকেই বিরক্ত হচ্ছেন। তবে এটি দেশবাসীকে সচেতন রাখার একটি সরকারি ভাবনা।
করোনা পরিস্থিতিতে ফোনের ওপার থেকে ভেসে আসা ওই মহিলা কোনও সেলিব্রিটি নন। ক্যামেরার নেপথ্যে থাকা একজন ভয়েসওভার আর্টিস্ট- জসলিন ভাল্লা। সূত্রের খবর, দিল্লি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের প্রাক্তন ছাত্রী জসলিন। এক সময় ক্রীড়া সাংবাদিকতাও করেছেন বলে জানা যায়। আরও জানা গিয়েছে, গত এক দশক ধরে নেপথ্য কণ্ঠশিল্পী হিসেবে কাজ করে চলেছেন তিনি। ইংরেজি, হিন্দি ও পাঞ্জাবি ভাষায় সাবলীল তিনি। ব্রিটিশ ও মার্কিন উচ্চারণে ইংরেজি বলারও সক্ষমতা রয়েছে। টেলিভিশন ও রেডিওর একাধিক বাণিজ্যিক বিজ্ঞাপনেও তাঁর সুরেলা কণ্ঠস্বর শোনা গিয়েছে।